ফিল্টার সার্কিটের সাহায্যে অপ্রয়োজনীয় সিগন্যালকে বাদ দেয়া হয়। অপ্রয়োজনীয় অংশকে বাদ দেয়াকে ফিল্টারিং বলে। রেকটিফায়ারের আউটপুট থেকে যে ডি.সি. পাওয়া যায় তাতে এ.সি. মিশ্রিত থাকে। ফিল্টার সার্কিটের মাধ্যমে এই পালসেটিং ডি.সি. কে পরিশুদ্ধ করে পিওর ডি.সি. বানানো হয়।
ফিল্টার সার্কিটের প্রকারভেদ:
- ১. প্যারালাল ক্যাপাসিটর ফিল্টার (Shunt Filter)
- ২. সিরিজ ইন্ডাক্টর ফিল্টার (Series Inductor Filter)
- ৩. এল-সি ফিল্টার (L-C Filter)
- ৪. আর-সি ফিল্টার (R-C Filter)
- ৫. পাই-ফিল্টার (π Filter)
